সৌরভ ভট্টাচার্য
13 January 2019
যারা নিজের কথার
কুয়াশায় নিজে ভিজে
নিজেই গা মুছে
রোদ্দুরে দাঁড়ায়
কুয়াশায় নিজে ভিজে
নিজেই গা মুছে
রোদ্দুরে দাঁড়ায়
আমি তাদের মত
যারা কারোর কথা রাখেনি
যাদের কথা অনেকের রাখার ছিল
যাদের কথা অনেকের রাখার ছিল
আমি তাদের মত
যারা বেঁচে থাকার অছিলায়
রোজ একবার করে সমুদ্রে নামে
পকেটে লুকিয়ে ঝিনুক নিয়ে আসে
রোজ একবার করে সমুদ্রে নামে
পকেটে লুকিয়ে ঝিনুক নিয়ে আসে
আমি তাদের মত
আর যারা উড়ন্ত ঘুড়ি
ভালোবাসার দিকে
ভেবলে তাকিয়ে থাকে
অথচ মাটিতে নামা
ভোকাট্টা ঘুড়ি ধরতে ছোটে না
ভালোবাসার দিকে
ভেবলে তাকিয়ে থাকে
অথচ মাটিতে নামা
ভোকাট্টা ঘুড়ি ধরতে ছোটে না
আমি তাদেরই মত