সৌরভ ভট্টাচার্য
12 February 2016
আমি শুধু
তোমার সাথে কয়েক পা হাঁটতে পারি
কাঁদতে পারি ভাঙা বুকে তোমার সাথে শত সমুদ্র
তোমার সুখের দিনে তোমার বাগানে
গ্রীষ্মের দুপুরে
গোলাপের চারা লাগাতে পারি
তুমি না চাইলেও।
তোমার আঙুলে হাতের শিকল বানাতে পারি বজ্র আঁটন
শ্মশানের বুকে জাগতে পারি সারাটা রাত গঙ্গার আওয়াজ শুনে
তোমার ফোঁপানো কান্নার পিঠে হাত রেখে
তবু একটা কাঁটাও সরাতে পারি না তোমার পথের
না পারি একটা গুহাপথের দ্বার বন্ধ করতে
না পারি একটা কান্নাকেও ঠকিয়ে রাস্তা ভোলাতে
তবু তুমি আমায় ভালোবাসো
আমিও বাসি ভীষণ
এক বুক ঠাণ্ডা জলের মত