সৌরভ ভট্টাচার্য
27 December 2014
কোনোদিন ফুলের সাজি নিয়ে তোমার বাগানে গেলাম না
গেলাম ভিক্ষার থালা নিয়ে
তোমার হাতের স্পর্শ চাইলাম না কোনোদিন
চাইলাম দান
আমার সারাঘর তোমার দানে ভরে
তুমি পা রাখবে কোথায়?
তোমার চরণের কাছে নত হলাম না চরণের টানে
প্রতিটা প্রণামের সাথে রাখলাম ইচ্ছা পূরণের দাবি
প্রণামকে বন্ধক রেখে
আজ শুধু হিসাবের খাতাই চারদিকে
পথ আটকে
আমি ফিরব, তুমি একবার নিতে আসবে?