Skip to main content

 

এতটা সময় পেরিয়ে গেল এতগুলো বাচ্চা মারা গেল কোল্ডরিফ কোম্পানির কাফশিরাপ খেয়ে, আরো অনেকে হাসপাতালে লড়ছে প্রাণের জন্য। মাঝখান থেকে মধ্যপ্রদেশের একজন শিশু চিকিৎসককে গ্রেপ্তার করা হল যিনি ওষুধটা প্রেসক্রাইব করেছেন। কিন্তু তামিলনাড়ুর সেই কোম্পানির মালিককে এখনও গ্রেপ্তার করা হল না। আমি কি কিছু মিস করছি? চিকিৎসকেরই অপরাধ তবে? কিছুই তো বুঝছি না।