Skip to main content


আমি যেখানে নির্ভাষ 
আমি যেখানে অন্তরিন নগ্ন
আমি যেখানে মহাকাশের কালহীন আবর্ত
আমি যেখানে গভীর জঙ্গলে ফোটা কোনো অখ্যাত ফুলের সহচর 
আমি যেখানে বিস্তীর্ণ মরুভূমির একটি নির্বিশেষ বালুকণা

আমি সেখানে ভোরের আলোয় স্নাত
আমি সেখানে আত্মরতিতে মগ্ন
আমি সেখানে অহংজরা মুক্ত
আমি সেখানে জনকোলাহল বিস্মৃত
আমি সেখানে স্মৃতি-আশা-শোক অস্পর্শিত

Category