Skip to main content

দুয়ার তো আমারও ঘরের ভেঙেছে
     ঝড়ের রাতে
          রবীন্দ্রনাথ 

আমারও ঘরের আলো নিভেছে
    হয়েছে সব কালো
            রবীন্দ্রনাথ 

অন্ধকারে ডুবে যেতে যেতে
      আমিও আকাশ পানে হাত বাড়িয়েছি
             রবীন্দ্রনাথ 

কিন্তু আমার ঘর ভরা শূন্যতার বুকের উপর
      কেউ দাঁড়ায়নি
           রবীন্দ্রনাথ 

আমি কি তুমি বলো!

Category