Skip to main content

উঠে আসছিলাম 
   সবার অলক্ষ্যেই

ভাবছিলাম খেয়াল করোনি হয়ত

দরজা অবধি এসে মনে হল 
   ডাকলে?

মুখ ঘুরিয়ে তাকালাম
    তুমি ব্যস্ত অন্যদের সাথে কথায়

তবু ফেরার সময় হাল্কা বোধ হল
      ডেকেছিলে তো
           তুমি না জানলেও

              আমি জানি

Category