Skip to main content

 

আমি যা বিশ্বাস করি না, অনেকেই তা বিশ্বাস করে। আবার আমি যা বিশ্বাস করি তা অনেকে বিশ্বাস করে না। এ কী খুব জটিল কথা?

আমার বাড়ির পাশে বকুলগাছ। তোমার বাড়ির পাশে জবা। তুমি জবার যত্ন নাও। আমি বকুলের। ফুল যখন ফুটবে তোমার যেমন আনন্দ, আমারও তেমন। আমি বকুলগাছে জবা চাইব না, তুমিও জবা গাছে বকুল চেও না। তবেই আর গোল রইল না।