সৌরভ ভট্টাচার্য
27 February 2015
সিঁড়ির একদম নীচের ধাপটায় বসে আছি
এখানে
এক পা বাড়ালে মাটি
এক পা বাড়ালে জল
এক হাত বাড়ালে ঘাস
এক হাত বাড়ালে বাতাস
সব কাজ মিটিয়ে
আমার কাছে এসো
আমার পাশে বোসো
একবুক শান্তি ঘটে ভরে দেবো
তুমি স্নান সেরে এসো
একটাই কথা মনে রেখো -
উপরের সিঁড়িগুলোতে কিছু ফেলে এসো না
রেখে এসো
আর ফিরতে না হয় দেখো
এসো, আমি অপেক্ষায় আছি
তাড়া নেই, আমি সব কাজ সেরে বসে আছি
তোমার জন্য