Skip to main content

অনেকটা আড়াল করে তোকে রেখেছি
তুই না, আমি দুর্বল বলে

তোর হাত সবার সামনে ধরি না,
লজ্জা লাগে বলে না,
তোর হাতটা সবার চোখে পড়বে যে!
সবাই তাকাবে,
না না, সে হবে না,
তার চেয়ে থাক

সবার সামনে তোর দিকে তাকাই না,
উপেক্ষা না,
আমার চোখে যে মোহ ঘনাবে
তা যদি ওদেরও চোখে নামে?
না না, মরে যাব আমি!

দিনের আলোয় চুমু খাই না তোকে,
আলোকে আমার বিশ্বাস নেই,
বেহায়ার মত চেয়েই থাকে সে!
তার চেয়ে আঁধার ভাল,
ঠোঁটের স্বাদ চোখের মণির থেকে গহীন

তাই বলছি, একটু বেশি আড়াল করেছি তোকে,
তুই না, আমি দুর্বল বলে

Category