সৌরভ ভট্টাচার্য
11 October 2014
আমার রাত
আমার দিন
আমার দুপুর
আমার বিকাল
আমার বর্ষা
আমার বসন্ত
আমার গ্রীষ্ম
আমার শরৎ
আমার সুখ
আমার দুখ
আমার আশা
আমার নিরাশা
আমার জয়
আমার পরাজয়
এসব আমার, একান্ত আমার
একা বহন করি, সহ্য করি, ভোগ করি
প্রতি সেকেন্ড
প্রতি মিনিট
প্রতি ঘন্টা
প্রতি দিন
প্রতি সপ্তাহ
প্রতি মাস
প্রতি বছর
তাই তুমি আমার বিচার করতে যেও না,
ভুল হবে।
কারণ তুমি আমায় জানো না, জানতে পারোও না।
আমার জীবনের প্রতিক্ষণের সাক্ষী শুধু আমিই, শুধুই আমি।
আর কেউ হতে পারে না।