Skip to main content
 
এ কেমন আমি
    এ কোন আমি
 
যে প্রতিদিন
নিজের হাতে তৈরি নীড়
     নিজের হাতেই ভেঙে
 
আবার নতুন খড়কুটো আনতে যায়
  বলে যায়,
     অপেক্ষা কোরো
         ফিরব

Category