আম্বিলি - সিনেমাটা মালায়ালম ভাষায়। আমি হঠাৎ করে আমাজন প্রাইম ভিডিওতে পেয়ে গেলাম। দেখতে দেখতে ডুবতে শুরু করলাম। হাসলাম, কাঁদলাম। বুক ভরে একটা জোরদার শ্বাস নিয়ে জমে থাকা কঠিন বিচ্ছিরি বিরক্তিকর যা যা কাজ, সব্বাইকে বললাম এসো, সেরে ফেলি চটপট। সেরে ফেললাম।
এ ঘটনা আজকের না। মাসখানেক আগের। তারপর থেকে যে কতবার দেখলাম। এরকম সাধারণত হয় না আমার। একদিনে দুবারও দেখলাম যেদিন ছুটি, যেদিন বাইরে তুমুল বৃষ্টি। কেন? অসামান্য সুর আর কথার জন্য? অভিনয়ের জন্য? গল্পটার মানবিকবোধের আলতো করে ছুঁয়ে, বারবার মুগ্ধ করে যাওয়ার জন্য? এক গল্পের মধ্যে কত কত ছোটো গল্প - ভালোবাসার গল্প, প্রত্যাশাপূরণের গল্প, নিজেকে খুঁজে নেওয়ার, খুঁজে পাওয়ার গল্প, পথের গল্প, ঘরের গল্প, বন্ধুত্বের গল্প, সরলতার গল্প, স্নেহের গল্প, পাগলামির গল্প, জটিলতার গল্প, দুষ্টুমির গল্প - অবশেষে মানু্ষের গল্প। অসামান্য দৃশ্যপট ছড়িয়ে সারা সিনেমাটা জুড়ে। সব শেষে কি এক স্বর্গীয় পরিতৃপ্তি, যা আমায় শুধু একটা কবিতাই দেয়, দিয়ে এসেছে এতদিন।
দেখতে পারেন। ভালোলাগাটুকু জানিয়ে ভালো লাগল। হালকা লাগল।