সৌরভ ভট্টাচার্য
22 September 2014
আমি তোর নৌকায় আর ভাসব না
আমি অন্য নৌকায় উঠব
তোর চোখে দেখছি তীরের তৃষ্ণা
আমার তৃষ্ণা জলের।
আমি অন্য নৌকায় উঠব
তোর চোখে দেখছি তীরের তৃষ্ণা
আমার তৃষ্ণা জলের।
তীরে আমার বড় ভয়
আমার পা দেবে যায় দঁকে
পা কেটে যায় শামুকের খোলায়
গাছের ছায়ারা করে ঘর বাঁধার ষড়যন্ত্র
আমার শিহরণ জাগে জ্যোৎস্না রাতে
ঝাউ গাছের পাতার শব্দে-
কার গলার স্বর মনে পড়ে...
আমার পা দেবে যায় দঁকে
পা কেটে যায় শামুকের খোলায়
গাছের ছায়ারা করে ঘর বাঁধার ষড়যন্ত্র
আমার শিহরণ জাগে জ্যোৎস্না রাতে
ঝাউ গাছের পাতার শব্দে-
কার গলার স্বর মনে পড়ে...
না না না!
আমি যাব না তীরে
আমি যাব না তীরে
আমায় নামিয়ে দে কোনো চলন্ত নৌকায়
আমি ভাসব, শুধুই ভাসব
যতক্ষণ না গাছ, মাটি, সূর্য্য, চাঁদ পার করে যাই-
আমি ভাসব, ভাসব, ভাসব।
আমি ভাসব, শুধুই ভাসব
যতক্ষণ না গাছ, মাটি, সূর্য্য, চাঁদ পার করে যাই-
আমি ভাসব, ভাসব, ভাসব।