সৌরভ ভট্টাচার্য
5 September 2017
আমার শিক্ষক আর ছাত্রছাত্রীরা..
কি শিখলাম সেটা খুব বড় কথা না, শেখার আগ্রহ বা ইচ্ছা সেটি যেন মাঠে মারা না যায়, এই শঙ্কা। অহংকার মানে আর কি, আপনাতে আপনি মোহিত হয়ে শেখার ঘরে ঘু ঘু চরানো। সেটি হলে সব্বনাশ।
যাঁরা আমাকে ছাত্র হিসাব গ্রহণ করেছিলেন বা করেছেন তাঁদের প্রত্যেককে জানাই শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আর তোরা যারা আমাকে শিক্ষক হিসাবে তোদের জীবনের কাছে আসার সুযোগ দিয়েছিস বা দিয়ে চলেছিস তাদের প্রতি আমি আজন্ম ঋণী। আমার অস্তিত্ব তোদের অস্তিত্বের জোরে। সক্কলে খুব খুব ভালো থাকিস।