সৌরভ ভট্টাচার্য
18 July 2020
হতে পারে তুমি বেখেয়ালি
হতে পারে তুমি পার্ফেক্ট নও
হতে পারে তুমি তুখোড় বুদ্ধিমান নও
হতে পারে তুমি আমার সব মুশকিলে মুশকিল আসান নও
হতে পারে তুমি পার্ফেক্ট নও
হতে পারে তুমি তুখোড় বুদ্ধিমান নও
হতে পারে তুমি আমার সব মুশকিলে মুশকিল আসান নও
হতে পারে তুমি আমার কিছু দুঃখের কারণ
হতে পারে তুমি আমার কিছু অভিমানের কারণ
হতে পারে তুমি আমার কিছু বিপাকে পড়ার কারণ
হতে পারে তুমি আমার কিছু অসম্পূর্ণতার কারণ
হতে পারে তুমি আমার কিছু অভিমানের কারণ
হতে পারে তুমি আমার কিছু বিপাকে পড়ার কারণ
হতে পারে তুমি আমার কিছু অসম্পূর্ণতার কারণ
এ বাহ্যিক
আমি শুধু জানি
তুমি আমার অস্তিত্বের সত্য
আমি শুধু জানি
তুমি আমার অস্তিত্বের সত্য
তুমি আমার কোনো ভুল সিদ্ধান্ত নও
তুমি আমার সুখের কোনো প্রতিশ্রুতি নও
তুমি ভাগ্যের সাথে আমার কোনো গোপন চুক্তি নও
তুমি আমার সুখের কোনো প্রতিশ্রুতি নও
তুমি ভাগ্যের সাথে আমার কোনো গোপন চুক্তি নও
তুমি তুমিই
আমার গভীরতম ভালোবাসা
আমার অস্তিত্বের ধ্রুবতারা
আমার গভীরতম ভালোবাসা
আমার অস্তিত্বের ধ্রুবতারা