Skip to main content

আমার কালী ব্রহ্মময়ী

আমার কালী নীলের উপোস করে

 

আমার কালী রামকৃষ্ণের মা ডাক শোনা

ধর্মাধর্মে ভেদে দেখে না

আমার কালী লাল পেড়ে সাদা শাড়ি পরে

 

আমার কালীর খাবার নিয়ে শুচিবাই নেই

মা সারদার আবদার মাখা

আমার কালী জগত পিতার পাঠাশালাতে পড়ে

 

আমার কালী এক্কাদোক্কা

রামদুলালের মা ডাক শোনা

ওই যে গো, “জেনেছি জেনেছি তারা..”

আমার কালীতে সে খোদা, খ্রীষ্ট সবই রূপ দেখে

 

আমার কালী সূতিকাগারে

আমার কালী শ্মশান মন্দিরে

আমার কালী বেড়া বাঁধে

আমার কালী জগত কণায় প্রতিঘটে

     এমন ভাবেই রামপ্রসাদের চোখে

 

আমার কালী বাসে ট্রামে

আমার কালী দোকানে, শোয়ার ঘরে

আমার কালী গণিকালয়ের দেওয়ালে পূজিতা

আমার কালী সাধকের ধ্যানে ডুবে

 

আমার কালী দিব্যি কাটায়

আমার কালী সিঁদুরে বিধবায়,

আমার কালী অনাথে সনাথে 

সম্পদে বিপদে গলায় মুণ্ডমালা নিয়ে ঘোরে

 

আমার কালী এ বাংলা জুড়ে

ছড়িয়ে ছিটিয়ে সতীর শরীরে

আমার কালী আলো ও আঁধারে

   আমার কালীর প্রতিচ্ছবিতে জগত ছবি ভাসে

 

আমার কালী শরতের আকাশ

আমার কালী কাশের দোলা

আমার কালী কালবোশেখি

আমার কালী শীতের কুয়াশা

পথ ঘাট জুড়ে বৃষ্টি ধোঁয়াশা

আমার কালী নিত্য লীলায়

জগতলীলায় মাতে

Category