সৌরভ ভট্টাচার্য
15 August 2014
খুব বড় দেশ একটা।
তাতে দূর্নীতি আছে, শোষণ আছে,
অনাচার আছে, ভন্ডামী আছে,
আরো অনেক কিছু খারাপ আছে,
সবাই জানি।
এসব কমতে পারে,
হ্যাঁ পারে,
সত্যিই পারে
যদি বিশ্বাস করি-
পাশের লোকটাই আমার দেশ।
তাহলে দেশ খুঁজতে
স্লোগান লাগবে না,
কমিটি লাগবে না,
হয়তো দলও লাগবে না।
হাতের উপর হাত রাখলেই স্পর্শ পাবে
উষ্ণ হাতের, কিছু বলছে।
বুকের কাছে মাথা আনলেই শুনবে
রক্ত ছুটছে, কিছু বলছে।
দু'চোখ মেলে তাকালেই দেখবে
তার চোখেও মণি, কিছু বলছে।
তার গায়ে মাটির গন্ধ আর ঘামের নোনতা স্বাদ, সে বলছে-
আমি তোমার পাশের মানুষ, তোমার দেশ।
তাতে দূর্নীতি আছে, শোষণ আছে,
অনাচার আছে, ভন্ডামী আছে,
আরো অনেক কিছু খারাপ আছে,
সবাই জানি।
এসব কমতে পারে,
হ্যাঁ পারে,
সত্যিই পারে
যদি বিশ্বাস করি-
পাশের লোকটাই আমার দেশ।
তাহলে দেশ খুঁজতে
স্লোগান লাগবে না,
কমিটি লাগবে না,
হয়তো দলও লাগবে না।
হাতের উপর হাত রাখলেই স্পর্শ পাবে
উষ্ণ হাতের, কিছু বলছে।
বুকের কাছে মাথা আনলেই শুনবে
রক্ত ছুটছে, কিছু বলছে।
দু'চোখ মেলে তাকালেই দেখবে
তার চোখেও মণি, কিছু বলছে।
তার গায়ে মাটির গন্ধ আর ঘামের নোনতা স্বাদ, সে বলছে-
আমি তোমার পাশের মানুষ, তোমার দেশ।