Skip to main content

===
আমার কবিতা ছেপেছো?
  দোহাই লাগে,
 
    ওই পাতাটা মুড়েই রাখো তবে
 
মুড়লে বইয়ের পাতা নষ্ট হবে?
 
তবে এটুকু করো 
সূচীপত্রে আমার নামটুকু দাও মুছে
  পাতা উল্টাতে কারোর যদি বা পড়ে চোখে
      কোমল ঢেউয়ের আন্দোলনের আভাস দেখি মুখে
 আমি ফিরে আসব আমার কবিতা তারই কাছে রেখে
      আমার নামটা থাক ঢাকা
   ভিক্ষার ঝুলি নিয়ে ফিরি নাগো নামের পিছে পিছে
 

===
আমার লেখা বইমেলায় সব স্টলেতেই পাওয়া যাচ্ছে সব বারেরই মত
পাবেন সব ভাষায়
 
স্টলের বাইরে যে পিপাসু আঁখি
   তারও চোখের তারায়
ওই যে মেলা প্রাঙ্গণে কি সব বেচছে
  সাথে ফিরছে এক বাচ্চা
চোখখানা ওর ফিরে আসেনি কোনো ছাপা পাতায়
   আমার লেখা মিলবে জানেন
          ওরও ঠোঁটের আগায়
 
আমার কথা কেবল আমিই বুঝি লিখি?
  নয় গো নয়,
 
    আমারই কথা তো লেখা হচ্ছে 
        অযুত নিযুত কলম ধারায়
আমার নামের ফাঁদেতে যেটুকু মরেছে
  আমি নিশ্চিত জানি
   সে হারাবে কালের ধারায়
 
 

Category