সৌরভ ভট্টাচার্য
23 October 2022
ভালো ভূতের ছবি কই পাই? সবাই কি সুন্দর সুন্দর ভূতের ছবি দিচ্ছে। আমি কই পাই? শেষে খুঁজতে খুঁজতে দেখলাম, হায় আমার পোড়া কপাল! বলি আছি তো আমি। এই তো আমি। আমার সবটুকুই কি আর বর্তমানে ঘাপটি মেরে আর ভবিষ্যতে ছিপ ফেলে বসে? না গো না। কিছুটা আমি তো ফুরিয়ে যাওয়া পলতের পোড়া দাগের মত, গঙ্গার ধারে পড়ে থাকা ভাঙা মালসার মত, শুকনো ফুলের মালার মত হয়ে আছি। আমার ভূত। সেও আমি। নইলে ওরা চিনবে কি করে আমায়? যারা গেল ওদিকে, বড় অসময়ে, বড় একা করে!
(খাসা আমার এই ছবিটা তুলেছে Aniket)