সৌরভ ভট্টাচার্য
26 September 2018
আমার অধিকার আছে,
বাড়ানো হাত ফিরিয়ে দিয়ে
না ভালোবাসার
আমার অধিকার আছে,
উঠোনটায় একটাও ফুলগাছ না লাগিয়ে
সম্পূর্ণ ন্যাড়া করে রাখার
আমার অধিকার আছে,
একটা খুব খারাপ কবিতা লিখে
নিজের অমসৃণ গালে একটা চুমু খাবার
আমার অধিকার আছে
সবার সাথে কথা বন্ধ রেখে
ছাদে উঠে নিঃস্ব হাতে
আকাশকে ছুঁতে চাওয়ার
আমার অধিকার আছে
সম্পূর্ণ অপরিচিত থেকে
নিরুপাধিক এ পৃথিবী ছেড়ে যাওয়ার