Skip to main content

সরে যান, সরে যান… এত আওয়াজ কেন? উফ। চুপ। একটা লাশ এত সরব কেন?
      সবার মুখে কাপড়।
কাপড় সরিয়ে সরিয়ে মুখের মাপজোখ চলছে।
কার মুখ সত্যের জ্যামিতির সঙ্গে মেলে।
তোমার সত্য আমার সত্য নয়
আমার সত্য তোমার সত্য নয়
যুযুধান দুই সত্য
দুই সত্য, তিন সত্য, চার সত্য
আসলে তো কোনোটাই সত্য নয়
সত্য কি?
প্রশ্ন করছে অনুরাগী
প্রশ্ন করছে বিদ্বেষী
“নিরপেক্ষ হও”
কে যেন চীৎকার করে বলল
অভিধান ‘নিরপেক্ষ’ শব্দের গায়ে হাত বুলিয়ে বলল,
   ওঠো, ডাকছে তোমায়
নিরপেক্ষ উঠে বসল
   তার পা জড়িয়ে ধরল আরেক শব্দ
          ‘সংশয়’

সে বলল, আমিও যাব

Category