sumanasya
27 March 2025
আমাদের গল্প
কথা সে তো মেলা আছে
ভাবো বুঝি অল্প?
আমাদের সুখদুখ
আছে আছে ঢের আছে
ভাবো বুঝি এই টুক!
আমাদের চিন্তা
সেও আছে কড়কড়ে
ভাবো বুঝি নেই তা
আমাদের ভালোবাসা
টকটকে, টুপ টুপ
সেও আছে বুক ঝেঁপে
ভাবো বুঝি মিথ্যুক!
আমাদের সব আছে
তোমরা তা জানো না
খালি ভাবো সব বুঝি
বোঝো না যে মানো না
আমরাও জানি সেটা
তোমরা যে জানো না
একদিন জেনে যাবে
যা ধাক্কা খাবে না!
আমাদের দোষ দেবে
বলবে, সব চালাকি!
চোখ বেঁধে চেল্লাও
অন্ধকার আলো কি?
তারপর একদিন
চুকে যাবে রাজপাট
সন্ধ্যাও নেমে যাবে
ফুরোবে গো হাটবাট
এত ফাঁকি এত ফাঁকি
সব ধরা পড়বে
সরল সত্যটুকু
মরে বেঁচে উঠবে
আমাতেই তুমি ছিলে
তোমাতেই আমি
সব বুকে জ্বলজ্বলে
এক অন্তর্যামী!
(ছবিতে আমি আর আলেখ্য বোস, তুলেছে Joydeep Ghosh)