Skip to main content

আমার একটা ছোট্ট ভুবন আছে,
সাতসাগর আর লক্ষতারার মাঝে,
নিবিড় করে ধরা বুকের কাছে---
আপন, বড় আপন ভুবন আছে।
নগণ্য সেই পথের ধূলিকণা,
সবুজ পাতায় বৃষ্টিরই আলপনা-
রামধনুরঙ কাঁচপোকাদের ডানা--
সবাই আমার মনের বাসায় থাকে,
নীরব সুরের হাতছানিতে আমায় তারা ডাকে।
তাদের গহিন গোপন খেলাঘরের লুকোচুরির ছবি,
যত্ন করে আমার চোখে আঁকে।
অন্ধকারের পাখপাখালির সুর-কাকলি যত,
বজ্রযোগিন মেঘের মাথায় রাজমুকুটের মত--
নরম ঘাসের গালচে পাতা
আলতো শিশির-ছোঁয়া,
হঠাৎ দেখা মধ্যযামের আকুল করা বাঁকে,
যান্ত্রিকতার দিনযাপনের ফাঁকে-
আমার ছোট্ট ভুবন এরা আলো করে রাখে।
তোমার কাছে মূল্যহীন এই টুকরো ছবির মালা--
আমার মনে হিরের কুচির ঝাড়বাতিটা জ্বালা---
স্বপনচারী হৃদয় আমার
ঋণী এদের কাছে--
আমার একটা আপনকরা ছোট্ট ভুবন আছে।

(অনুবাদিকাঃ সুকন্যা বন্দ্যোপাধ্যায়)
(মূল কবিতাঃ 5)