Skip to main content
 
চোখের দোরগোড়ায় একা এসে দাঁড়িয়েছিল সে, আমার প্রেম
     বিন্দু বিন্দু জলের কণায় তার মুখের আভাস ভাসল, শিশিরে ভেজা আম্রমুকুলের মত তার ঘ্রাণ
   তার রঙ মিশল ঠোঁটের রঙে, ছোঁয়া লাগল বুকের তলায়, ধানের ক্ষেতে বাতাসের মত
 
(Samiran দার দেখার মাধুরীতে দাগ বোলানোর চেষ্টা)