Skip to main content

যে পাহাড়ের চূড়ায় উঠতেই চাইল না, তাকে পাহাড়ের শ্বেতশুভ্র চূড়া সুখ দেয়।

যে সেখানে নিজের পদচিহ্ন রাখতে চেয়েছিল, অথচ পারল না, তাকে সে যন্ত্রণা দেয়।

যে পারল, তাকে সে গর্বের অনুভূতি দেয়।

সমস্যা এদের কাউকে নিয়েই নয়।

সমস্যা যে উঠতে চেয়েছিল কিন্তু চেষ্টা করেনি, অথচ মনে মনে সারাটা জীবন ভেবে গেল সে চাইলেই উঠতে পারত, আবার সঙ্গে সঙ্গে এও ভেবে গেল, যদি না পারতাম! – সমস্যা তাকে নিয়ে। ঈর্ষা আর প্রতিশোধস্পৃহা তার মজ্জায় মজ্জায় তখন।

আরো গভীরে সমস্যা তাদের নিয়ে যাদে জন্য হেলিকাপ্টারের ব্যবস্থা করেছে সমাজ, যারা অনায়াসেই সেই চূড়ায় পৌঁছে, নেচেকুঁদে নেমে এসে বলে, এ আর এমন কি!

কেউ কাউকে বোঝে না। কিন্তু সবাই যে যার মত কথা বলেই চলে, বলেই চলে, বলেই চলে।

আমরা বলি আলোচনা চলছে।