Skip to main content

     অনেক দিন আগেকার কথা। একজন থাকত আলোর দেশে। আরেকজন থাকত ছায়ার দেশে। কি ভাগ্যচক্রে দুজনের হল আলো-ছায়া পথে পরিচয়। অনেক কথা হল। বেলা গেল বয়ে। দেশে ফিরে ছায়ার দেশের মানুষটা একটা প্রদীপ জ্বালল তার দেশের প্রান্তে, নাম রাখল মন্দির। নিন্দুকেরা বলল, আলোর পুজা! ভন্ডামী!
     আর আলোর দেশের মানুষটা দেশে ফিরে একটা ছায়ার কুটির বানাল, নাম রাখল আশ্রম। অতি আলোবাদিরা হল ক্ষুব্ধ, বললে, মতলবী!

     কিন্তু তাও এদের মন্দিরের স্তব ওদের আশ্রমে এসে পৌঁছায়, আবার ওদের আশ্রমের প্রার্থনা এদের মন্দিরে অবাধ প্রবেশ করে আজও।