Skip to main content

প্রদীপ পুড়তে চায়
    পুড়তেই চায়
        সে জানে পোড়া মানে আলো

   সে সুখ চায় না
     সে জানে সুখ মানে অন্ধকার
                                   মৃত্যু

নিজেকে পেতে নিজেকেই নিজে জ্বালো

Category