সৌরভ ভট্টাচার্য
5 October 2014
-কি কথা?
-জানি না
-তবে?
-তবু কথা বলব
-বেশ।
-কেমন আছো?
-জানি না।
-আমি কেমন আছি তাও জানি না
আমার মাঝে মাঝেই খুব কষ্ট হয়, তোমার হয়?
-হয়।
-আমার মাঝে মাঝেই খুব কান্না পায়, তোমার পায়?
-পায় হয়তো।
-আমার মাঝে মাঝেই ইচ্ছে করে সব ফেলে পালিয়ে যেতে, তোমার?
-হয়তো করে, জানি না।
২
-----
-আচ্ছা আমরা বেঁচে আছি তো?
-মনে তো হয়।
-আমার, আজ কাল পরশু সব সমান লাগে
কেন?
-জানি না।
-আচ্ছা একটা কাজ করলে হয় না?
-কি?
-না থাক।
-কি?
-আমি সত্যিই কি তোমায় চাই? বুঝতে পারছি না।
-মানে?!
-মানে আমি সত্যি নিজেও নিজেকেই কি চাই?
জানি না
-তুমি পাগল হলে?
-হ্যাঁ পাগল হলাম, বেঁচে থাকতে চাই, বাঁচার অভিনয় আর না গো... আর পারছি না...
-থামো
-নাগো না.. চলো না পাগল হই, বদ্ধ পাগল হবে? বলো না হবে?
ক্রীং..... ক্রীং..... ক্রীং.....
ঘড়ির অ্যলার্ম বাজল।
(ছবিঃ সুমন দাস)