Skip to main content

তুমি যে ভাবে বোঝো,
আমি সে ভাবে না বুঝলেই, আমি ভুল?

সে কি করে হয়!
তুমি গোড়াতেই ভুল করছ-
আমি যে আমিই, আর তুমি যে তুমিই-
দুটো আলাদা মানুষ।


নাকি বলতে চাও সেটাও ভুল?