Skip to main content


পুকাই বাইরে উঠানে ক্যাম্পখাটে বসে বসে মাছরাঙাটাকে দেখছে। মাছরাঙাটা বেড়ার উপর বসে রোদ পোহাচ্ছে। এক একবার পুকাইয়ের মুখের দিকে তাকাচ্ছে।

হঠাৎ বলল, কিরে স্নান করতে যা, স্কুলে যাবি তো?

পুকাই খাটের উপর শুয়ে বলল, যাব তো। বাবা নতুন জুতো এনেছে কাল। কিন্তু ব্যাগটা পুরোনো আর….

মাছরাঙা বলল, ছেঁড়া?

পুকাই বলল, হ্যাঁ তো, পেন্সিল রাবার সব পড়ে যায়। ইঁদুরে কেটে দিয়েছে।

যেই না পুকাই ইঁদুরের কথা বলেছে, অমনি একটা নেংটি ইঁদুর পুকাইয়ের খাটের পায়ার কাছে এসে বলল, মোটেও না, আমি কাটিনি। ওই ছুঁচোরা কেটেছে।

অমনি ছুঁচোর দল এসে ইঁদুরদের সঙ্গে ঝামেলা বাধিয়ে দিল। এ বলে ও কেটেছে, সে বলে এ কেটেছে।

পুকাই সবাইকে এক ধমক দিয়ে বলল, যা তোরা বাড়ি যা.... এমনিতে আমার নতুন ব্যাগ নেই..... সেই চিন্তায় মরছি....

মাছরাঙা বলল, তোদের বাজারের ব্যাগ আছে তো, সেইটাই নিয়ে যা...

     পুকাই মুখটা ব্যাজার করে বলল, মা-ও তাই বলল..... দেখি....

মাছরাঙা পুকাইয়ের দিকে একবার ভালো করে তাকিয়ে বলল, তুই দাঁড়া.... তারপর আবার একটু ঘাড় কাত করে কি ভেবে বলল, তুই তোর স্কুলব্যাগটা নিয়ে তোদের বাড়ির পিছনের ঝোপটাতে যা তো.... আমি আসছি....

মাছরাঙা উড়ে গেল। পুকাই ঘরে ঢুকে স্কুলব্যাগটা নিয়ে মাছরাঙা যেমন বলেছিল তেমন বাড়ির পিছনের ঝোপে গিয়ে বসল।

একটা কাক এসে বলল, এই তোদের নাকি আজ স্কুল খুলছে? কি টিফিন নিবি রে? আমরা সব স্কুলে টিফিনের সময় যাব হ্যাঁ! সব কিন্তু ওই লালুভুলুকে খাওয়াবি না প্লিজ.. আমাদেরও দিস....

ওটাকে টিফিন বলে না, মিড ডে মিল বলে...., পুকাই গম্ভীর হয়ে বলল।

কাক লজ্জা পেয়ে বলল, ওই হোলো, স্কুলে বসে খাবি তো! আমাদের দিস কেমন? তা ব্যাগ নিয়ে এখানে বসে কি করছিস....

পুকাই উত্তর দেওয়ার আগেই মাছরাঙা হাজির। তার পিছনে পিছনে একটা বাবুই পাখি। মাছরাঙা বলল একে দেখা তো তোর ব্যাগটা কোথায় ছিঁড়েছে..

পুকাই দেখালো। বাবুই ব্যাগের উপর বসে মন দিয়ে দেখল। তারপর বলল, যা সবুজ সুতো নিয়ে আয়, আর তোর মোবাইলটা…. যেটাতে অ্যাদ্দিন অনলাইন ক্লাস করতিস

পুকাই তাই করল। বাবুই সুতোটা নিয়ে কি সুন্দর করে ব্যাগটা সেলাই করা শুরু করল। চারদিকে বসে ইঁদুর, ছুঁচো, ছাগল, কুকুর, কাক, বক, চড়াই সবাই দেখতে লাগল।

ব্যাগ সেলাই হয়ে গেল। সবাই "হুররে" বলে চীৎকার করে উঠল। পুকাইয়ের মুখটা উজ্জ্বল হয়ে গেল, যাক আর রাবার পেন্সিল পড়ে যাবে না। সে বলল, তুমি তালে আমায় মোবাইল আনতে কেন বললে?

বাবুই বলল, আরে শোন না, আমি শুনেছি প্যারাডাইস বার্ড নামে কি একটা যেন পাখি আছে…. কোন দ্বীপে থাকে…. আমি তো দেখিনিদেখ না যদি ইউটিউবে দেখাতে পারিস আমায়….

পুকাই ইউটিউবে প্যারাডাইস বার্ড সার্চ করল। ওরে বাবা রে! কি সুন্দর সব পাখি!! কি রঙ... কি তাজ্জব সব ল্যাজ... সব্বাই হুড়মুড়িয়ে দেখতে শুরু করল।

খানিকবাদেই ঘরের ভিতর থেকে মায়ের চীৎকার…. এই পুকাই আয় গরমজল দিয়ে দিয়েছি... স্নান করেনি গে যা…. আয়….

পুকাই সবাইকে 'টাটা' করে বাড়ির দিকে এগোলো। দু বছর পর স্কুল। কি যে আনন্দ হচ্ছে!

মাছরাঙা তার কানের পাশ থেকে উড়ে যেতে যেতে বলে গেল...অল দ্য বেস্ট পুকাই..পিছন থেকে সব্বাই একসঙ্গে বলল অল দ্য বেস্ট পুকাই..…..

পুকাইয়ের আনন্দে চোখে জল চলে এলো….