Skip to main content

তোমার আমার মধ্যে কেন এ কাঁচের দেওয়াল?
কেন এতগুলো অসম্পূর্ণ বাক্যের দীর্ঘশ্বাস?
ভাঙা ব্রীজটার বুকে আজও তো দোয়েল বসে
                                      ওই দেখো
ফোঁপানো কান্নার ঢেউ ওর ভাঙা দেওয়ালে আছড়ে পড়ছে, শুনছো?
হ্যাঁ গো, ঘাটে কি একটাও মাঝি নেই?
কেউ পার করে দেবে না?
তাকে দেব আমার সমস্ত পরমায়ু
সে একবার তোমায় কাছে নিয়ে আসুক
শেষবারের মত তোমার ঠোঁটে রাখি ঠোঁট
শেষ নিশ্বাস উড়ে মিলিয়ে যাক অনন্তে
পরম তৃপ্তিতে, দীর্ঘশ্বাসে না।

Category