সৌরভ ভট্টাচার্য
23 July 2015
এত বড় জীবন, কটা আক্ষেপ থাকবে না, তাও কি হয়!
ছোটবেলায় যখন লুডো খেলতাম, তখন খেলার শেষে আক্ষেপ হত না? - ইস্, ছয় পড়ল না কেন? হায় রে এই গুটিটা না খেলে ওই গুটিটা খেললেই ভাল হত...এরকম আরকি। তা সামান্য লুডো খেলতেই যদি এত ক্ষোভ, তো এত বড় জীবনটা কি করে কটা নির্ভেজাল ক্ষোভ ছাড়া হয়!
হিসাব না হয় মিলল না। যাদের মিলল তাদের অভিনন্দন জানাব। আমার হিসাব-না-মেলা খাতাটা সব সময় নাকের ডগায় করে ঘুরে কি হবে! তার জন্য দিনের শেষে না হয় দু'ফোঁটা চোখের জলই বরাদ্দ থাক, তার বেশি না।
বাকিটা সবার সাথে মিলেমিশে, ভাগ করে, কিছুটা গোঁজামিল দিয়ে চালিয়ে নিলেই হল। বাঁচার জন্য জন্মেছি, হিসাব রাখার জন্য তো না!