সৌরভ ভট্টাচার্য
2 February 2016
আসমুদ্রহিমাচল বুকে নিয়ে বসে আছি
তুমি আসবে বলে
যেখানেই রাখো পা
সে যেন আমারই বুক হয়
তুমি আসবে বলে
যেখানেই রাখো পা
সে যেন আমারই বুক হয়
যদি ঘর বাঁধো বনের ছায়ায়
কিম্বা পাহাড়ের চূড়ায়
অথবা সাগরের তীরে
সেও যেন আমার বুকের সীমানাতেই হয়
কিম্বা পাহাড়ের চূড়ায়
অথবা সাগরের তীরে
সেও যেন আমার বুকের সীমানাতেই হয়
তুমি বারাণসী যাও, খাজুরাহো যাও
ফিরে ফিরে স্পর্শ করো আমায়
আমার অস্তিত্বের প্রতি রন্ধ্র তৃষ্ণা আকুল
পাড়ে আছড়ানো সমুদ্রের ঢেউয়ের মত
ফিরে ফিরে স্পর্শ করো আমায়
আমার অস্তিত্বের প্রতি রন্ধ্র তৃষ্ণা আকুল
পাড়ে আছড়ানো সমুদ্রের ঢেউয়ের মত
তোমার জন্য