সৌরভ ভট্টাচার্য
25 October 2018
রাস্তার পাশে দোকান ছিল
দোকান আছে
তার পাশে একটা পুকুর ছিল
পুকুর আছে
সেই পুকুরের পাশে ওদের বাড়ি ছিল
বাড়িটা আছে
বাড়িটার দেওয়াল ছিল লাল
ছাদে ছিল টবের সারি
আগে ছিল অ্যান্টেনা
পরে এলো কেবল্ লাইন
ওর গোলাপি একটা কুর্তা ছিল
সাদা একটা ওড়না
একটা লেডিবার্ড ছিল
আর একটা নোকিয়া, বোতাম টেপা
আছে?
ছাদ আছে, দেওয়াল আছে, লাল রং আছে,
ডিস্ক অ্যান্টেনা আছে...
আর?
জর্ডনে আছে
আচ্ছা
আর??
থাক
(আকাশ তো আছে একটাই)