sumanasya
29 October 2025
যে মানুষটা কারোর বাড়ি নেড়িকুকুর দেখলে দশ পা লাফিয়ে পিছিয়ে যায়। যতক্ষণ না সে প্রাণীটিকে বাঁধা হচ্ছে ততক্ষণ সে স্থির হতে পারে না। সেই তাকেই যখন দেখি মা দুর্গার সামনে দাঁড়িয়ে কী নিশ্চিন্তে ভক্তি ভরে মাকে ডাকছে, দেখছে, অথচ তার থেকে এক হাত দূরেই অমন হাঁ করে, দাঁত মুখ খেঁচানো জবরদস্ত একটা সিংহ দাঁড়িয়ে.... যাকে বাঁধা পর্যন্ত নয়, দেখে মজাই লাগে। "জাগো দুর্গা" গানটা বেশ গান। কিন্তু দুর্গার সঙ্গে সঙ্গে যখন সিংহটাও জেগে যাবে তখন কী যে হবে তাই ভাবি। কিন্তু সবাই জানে, ও সিংহ জাগবে না। তাই ইচ্ছামত ওকে সবুজ, হলুদ যা খুশী রং করা যায়। ইচ্ছা হলে গায়ে হাত বুলিয়ে আদরও করা যায়। নকলের এই এক সুবিধা তো, আকারটুকু রাখলেই চলে, বাকি কিছুর দায় নেই তো আর।