Skip to main content

খাঁচা যদি না খুলে দাও

কিম্বা যদি নিজেও না খুলতে পারি

      হাজার চেষ্টাতেও

 

খাঁচার মধ্যেই আকাশকে ডেকে নেব,

শিকলে মাথা কুটে মরব না অন্তত

 

আমি যেতে না পারি

তার আসতে তো আপত্তি নেই

   সে অখণ্ড অসীম

       শিকলে তার কি ভয়!

 

আকাশ তো অন্তর্যামী!

Category