sumanasya
25 September 2024
মানুষ কথা বলতে তো শিখেই যায়
লিখতে পড়তেও শিখে যায়
তারপর আজীবন
ভাষার আড়ালে মরমকে লুকাতে লুকাতে
একদিন মরিয়া হয়ে
নিজের জন্য এক
নিষ্কলুষ ভাষা আবিষ্কার করতে চায়
কিন্তু সময় কোথায় সেদিন আর?
তখন বাকিটা সময়
নিশ্চুপ হয়ে বারান্দায়, ছাদে, বিছানায়
কাটাতে কাটাতে ভাবে
সময় যেন তার নাম না ভুলে পেরিয়ে যায়