Skip to main content

মানুষ কথা বলতে তো শিখেই যায়

লিখতে পড়তেও শিখে যায়

তারপর আজীবন

ভাষার আড়ালে মরমকে লুকাতে লুকাতে

একদিন মরিয়া হয়ে

নিজের জন্য এক

    নিষ্কলুষ ভাষা আবিষ্কার করতে চায়

কিন্তু সময় কোথায় সেদিন আর?

তখন বাকিটা সময়

    নিশ্চুপ হয়ে বারান্দায়, ছাদে, বিছানায়

               কাটাতে কাটাতে ভাবে

  সময় যেন তার নাম না ভুলে পেরিয়ে যায়

Category