সৌরভ ভট্টাচার্য
11 November 2016
নিজের থেকে পালাবে বলে ঈশ্বরকে খুঁজলে আজীবন
ঈশ্বরের মুখোশের আড়ালে কে যেন ভয় দেখিয়ে গেল তোমায় আজীবন
কলঙ্কে তোমার ভয়
তাই কলঙ্ক সৃষ্টি করলে মনের আনাচেকানাচে
ওদের ধুয়ে ধুয়ে নিজেকে ব্যস্ত রাখলে আজীবন
এখন তুমি ভুলে গেছ-
ঈশ্বর তোমার আগেই তোমায় সৃষ্টি করেছিলেন
তাঁর ইচ্ছা মত করে
তুমি তাঁর ইচ্ছাতে নিজের অবিশ্বাসী সাবধানতার কালি লেপে গেলে আজীবন