Skip to main content

পরাশরবাবু সুখী হতে শিখেছিলেন। আজীবন।


কেউ নতুন ফ্রীজ কিনেছে শুনলে খুশী হতেন।


কেউ নতুন বাড়ি কিনেছে শুনলে খুশী হতেন।


কেউ নতুন চাকরি পেয়েছে শুনলে খুশী হতেন।


পরাশরবাবু খুশী হতে হতে সুখী হতেন। সুখী হতে হতে শান্ত হতেন।


প্রতিদিন একটা করে খুশীর খবরের অপেক্ষা করতেন।


যেদিন ছেলেটা জলে ডুবে মারা গেল

পাড়ার দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে


সেদিন আরো পাঁচজন ডুবতে ডুবতে

    বেঁচে ফিরে এসেছিল


উনি সেই পাঁচজনকে জড়িয়ে কেঁদেছিলেন যখন

    শুধু শোক ছিল না তো

       গভীরে একটা সান্ত্বনাও পেয়েছিলেন


   সান্ত্বনার সুখে সুখী হয়েছিলেন


পরাশরবাবু এভাবে

     নানাভাবে সুখী হতে শিখেছিলেন।

          আজীবন।

Category