সৌরভ ভট্টাচার্য
2 December 2017
এখন রাত গভীর
পাড়ার রাস্তা শুনশান
ঘরে ঘরে জানলা দরজা বন্ধ
স্ট্রীট লাইটের আলো চুপিচুপি কথা বলছে
গলির ছায়াগুলোর সাথে
আকাশ ভরতি তারা,
জানি,
তবু তাকাতে ইচ্ছা নেই
ঘাড়ে অসহ্য ব্যথা,
শক্ত হয়ে হয়ে আছে কাল থেকে ঘাড়ের পেশি
গলার ভিতর কি সব কথা
বুকের ভিতর থেকে ভুড়ভুড়ি কেটে
ডুবে যাচ্ছে
ছিপ ফেলে বসে আছে কি কেউ?
একদৃষ্টে তাকিয়ে, ফাতনার দিকে
এই সব বন্ধ ঘরবাড়ি স্কুল কলেজের ভিতর
কারা যেন ঘুণ ধরাচ্ছে ক্রমাগত
তুমি মেয়ে না মহিলা
কিশোরী না যুবতী
প্রৌঢ়া না বৃদ্ধা
শিশু না সদ্যজাত
সন্ন্যাসিনী না সংসারী
ছাত্রী না চাকুরীরতা
কিচ্ছু জানতে চাই না
শুধু জিজ্ঞাসা করি,
আজকের দিনটা নিরাপদ ছিল তো?