Skip to main content
মেয়েটা সব খবর জানালো
      খুব আত্মবিশ্বাসের সাথে
    কখনো মৃদু হেসে
    কখনো গম্ভীর হয়ে
   কখনো উদ্বিগ্ন হয়ে

মধ্য এশিয়ার যুদ্ধের খবর
ভারত-পাক সীমান্তের অস্থিরতার খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি একটা চুক্তির খবর
  আসন্ন ঝড়ের ইঙ্গিত, প্রবল বর্ষণের আভাস
       ক্রিকেটে আজ ভারতের ফলাফল

ক্যামেরা বন্ধ হল। মেয়েটা গাড়ির জানলায় বসে সন্ধ্যের কলকাতায় চোখ ডোবাল। আলোয় ঝলমল ব্যস্ত শহর। তার মাথার মধ্যে রাশরাশ চিন্তা। কোনো সংবাদদাতা এনে দেবে না সে খবরগুলো।

ছেলেটা খেয়ে স্কুলে বেরিয়েছিল তো?
তার স্বামী বেরোবার আগে নতুন টাইটা পেয়েছিল তো?
রান্নার দিদি রাতের খাবার ঠিক সময়ে করে গেছে তো?
তার ননদের ছেলের অন্নপ্রাশন কাল
  একটা গিফট কিনতে হবে তো!
ড্রাইভারকে একটা গিফটের দোকানে দাঁড়াতে বলে ফোন অন্‌ করল
     শাশুড়ির আজ ডায়ালেসিস ছিল
        কেমন আছেন এখন?


Category