Skip to main content

 

 

আজ কাউকে ঈর্ষা কোরো না। ঝড় আসছে। অনেক ঘরদোর, পথঘাট ভাঙবে। অনেক জীবন ছিন্নভিন্ন হবে। অনেক মানুষ সমুদ্রে হারিয়ে যাবে। অনেকে বিচ্ছিন্ন হয়ে হবে একা।

আজ কাউকে ঈর্ষা কোরো না। আজ ঝড়বৃষ্টির দিন। বিপদের দিন। তোমার আস্থার সামনে প্রদীপ জ্বালো। সামগ্রী জড়ো করো। সাহায্যের। তুমিও সাবধানে থেকো। একা হও, না হও, সাবধানে থেকো।

এ যুগ, ঈর্ষার যুগ, জানি, তবু বলছি, আজ কাউকে ঈর্ষা কোরো না। আজ প্রকৃতি ক্রুদ্ধ। যারা ঘরে ফিরে গেছে তারা সাবধানে থাকুক। যারা ফেরেনি তাদের কথা ভেবো। যাদের কোথাও ফেরার নেই তাদের কথা ভাবো। আজ অনেক প্রাণ নষ্ট হওয়ার লগ্ন। ক্ষুদ্রতম প্রাণও মূল্যবান, তুচ্ছতম প্রাণধাত্রীর কাছে। তবু মৃত্যু আসবে আকস্মিক। অতর্কিতে।

দুদিন পর রোদ উঠুক। দুর্যোগ কাটুক। শান্ত হোক সমুদ্র, মাটি, বাতাস। সেদিন ঈর্ষা কোরো আবার। ঈর্ষা, এ যুগধর্ম, ছাড়বে কেন? শুধু আজ এ দুটো দিন থাক। আজ দুর্যোগের দিন। ঈর্ষার দিন না। মনে রেখো।