Skip to main content
তোমার তুমি
   খানিকটা বিধাতার সৃষ্টি
         খানিকটা আমার
এ আমার অহংকার

আমার আমি
   খানিকটা বিধাতার সৃষ্টি
        খানিকটা তোমার

এও আমার অহংকার


Category