ভালোবাসায় অহিংসা মানে
ঈর্ষা না করে
ভয় না পেয়ে
একটু মনে রাখা
ভালোবাসা হারিয়ে যায় না,
ভালোবাসার মানুষটা হাত ছেড়ে গেলেও,
দ্বিধাহীন হৃদয় নিয়ে তবু বলতে পারা -
ভালো হোক
ভালোবাসাহীন অহিংসা মানে
তবু ক্ষতি না চাওয়া
তার অপঘাতে মৃত্যুর জন্য বাসনা না পুষে
না হয় মুখ ফিরিয়ে থাকা
না হয় উত্তর না দেওয়া
না হয় উপেক্ষা করা প্রবল অহমিকায়
তবু বিরাট কোনো ক্ষতি না চাওয়া
সে বিপদে পড়লে
কষ্ট হলেও
তাকে নিয়ে আবার ভাবতে চাওয়া
প্রতিযোগিতায় অহিংসা মানে
খেলার আগে হাত মেলানো প্রতিপক্ষের,
একই পদের জন্য পরীক্ষার্থী হয়েও
বলতে পারা, 'বেস্ট অব লাক',
হেরে গিয়েও হাত মিলিয়ে বলতে পারা
'অভিনন্দন'
নিজের সঙ্গে অহিংসা মানে
নিজেকে নিজের রেসের ঘোড়া না বানানো
সীমাহীন মইটার কয়েকটা ধাপ উঠে
আকাশ ছুঁতে না চেয়ে
প্রাণান্তকর হাঁফ ধরার আগেই নেমে আসা
যতটা ওঠা যায় স্বাভাবিক চেষ্টায়
ঠিক ততটাই উঠে,
এক কাপ নিরীহ চায়ে চুমুক দিতে দিতে
কয়েকটা আঘাতকে অল্প কষ্ট হলেও
ক্ষমা করে দেওয়া
অন্যায়, অত্যাচারের সামনে অহিংসা মানে
রুখে দাঁড়ানো
সত্যের জোরে
সত্যের জন্য,
কোনো ক্ষুদ্রস্বার্থের জন্য নয়,
তবে তুমি সশস্ত্র হও
কি 'বিনা খড়গ, বিনা ঢাল'
তফাত নেই,
তুমি অহিংস
সত্যের প্রতি আগ্রহটাই আসল
সত্যাগ্রহের আরেক নামই অহিংসা
মহাত্মারই কথা