সৌরভ ভট্টাচার্য
26 January 2016
আগুন পোড়ায় না শুধু
আগুন আলপনাও আঁকতে পারে
তেমন তেমন হৃদয় পেলে
তার পরতে পরতে ভাঁজ পড়ে সুন্দরের
জ্বালাবার আগে নিজেকে জ্বালায় তপের তাপে
সে তাপ বুকের কোটরে আসতে দাও
শুদ্ধ হোক অভিশাপগুলো পুড়ে
আশীর্বাদের রূপ আঁকুক হোমানলে-
'দহন দানে'।
(ছবিঃ মৈনাক বিশ্বাস)