Skip to main content
আগুন

আগুন পোড়ায় না শুধু
   আগুন আলপনাও আঁকতে পারে
    তেমন তেমন হৃদয় পেলে

তার পরতে পরতে ভাঁজ পড়ে সুন্দরের
  জ্বালাবার আগে নিজেকে জ্বালায় তপের তাপে

সে তাপ বুকের কোটরে আসতে দাও
   শুদ্ধ হোক অভিশাপগুলো পুড়ে
      আশীর্বাদের রূপ আঁকুক হোমানলে-

                                 'দহন দানে'।


(ছবিঃ মৈনাক বিশ্বাস)

Category