Skip to main content

সে ভাবে পারলাম কই ছুঁতে?
গভীরের কথা গভীর নাভিকেন্দ্রে
সারাটা বিশ্ব তাকে আড়াল করে
কুয়াশার চাদরে ঢেকে
বাইরের লীলা খেলায় মত্ত
জড়ের সাথে চেতন।
মনের চোখে জগৎ জেগে
মনের আড়ালে আড়াল
সে মনের শিকড় কোন গহীনে
পারলাম কই জানতে!

Category