Skip to main content
 
মেয়েটার পলাশের রঙ দেখলে
রক্তের রঙ মনে পড়ে যায়
 
আগে হত না
 
আগে পলাশ মানে
    পলাশই ছিল
রক্ত মানে ছিল
     অবাধ্য হৃদ্ নদী
 
কবে জানি
পলাশ মানে হল রক্ত
রক্ত মানে যন্ত্রণা
 
যন্ত্রণা মানে?
 
মৃত্যু না ভালোবাসা?

Category