সৌরভ ভট্টাচার্য
3 April 2015
তুমি চলে যাওয়ার পর
সন্ধ্যাতারা উঠল
তখনও অন্ধকার হয়ে আসেনি গাঢ় হয়ে
গাছের পাতার ফাঁকে ফাঁকে সদ্য জমছে অন্ধকার
ঝিঁ ঝিঁ পোকার ডাক বাড়ছে ধীরে ধীরে
হালকা বাতাস সারা ছাদ আমার সাথে সাথে ফিরছে
একফালি চাঁদ যুগান্তরের বিরহ নিয়ে একা।
এমন সন্ধ্যা একবার না, বহুবার এসেছে
শুধু আমার জীবনে না
হাজার হাজার বছর আগেও
এইখানে, ঠিক এমনি ভাবেই কেউ তাকিয়ে ছিল
একফালি চাঁদ আর সন্ধ্যাতারার দিকে
এই আদিম ব্যাথা বুকে নিয়ে
যা শুধু ভালোবাসলেই হয়।