সৌরভ ভট্টাচার্য 15 January 2017 পাতাগুলো না শুকিয়েই জড়ো করলে আগুন ধরাবে বলে। আগুন ধরল না। শুধু ধোঁয়াই উড়ল। বিরক্ত হয়ে গাল পাড়লে সক্কলকে - গাছকে, পাতাকে, বাতাসকে, আগুনকে একবারও ভাবলে না তবু - কি কারণে এত অধৈর্য ছিলে? Category কবিতা Log in or register to post comments6 views